মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
আরসিএমপির দেয়া বিবৃতি থেকে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) প্রদেশটির পেনটিকটন শহরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় ইতোমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বিবৃতিতে বলা হয়েছে, শহরটির পাঁচ কিলোমিটার এলাকার মধ্যকার তিনটি ভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাব হামলাটি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।
এ ঘটনায় শোক প্রকাশ করে আরসিএমপির প্রাদেশিক কমান্ডার টেড ডে জাগের বলেন, হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।