Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৫ এএম

যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাজ্যের একটি বাণিজ্যিক এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য।

স্থানীয় পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

শিকাগো থেকে ৪০ মাইল পশ্চিমে অরোরা উপশহরে বন্দুকধারীর এ হামলার ঘটনা ঘটে।

ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে হামলার বর্ষপূর্তির একদিন পর শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটলো। পার্কল্যান্ডের ওই স্কুলে সেদিনের হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়।

এদিকে হামলাকারীর নাম গ্যারি মার্টিন বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার বয়স ৪৫ বছর।

শুক্রবারের হামলাটি চালানো হয় হেনরি প্রাটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে। কোম্পানিটি বৃহদাকার পানির পাইপের জন্য ভালভ তৈরি করতো।

অরোরা পুলিশ প্রধান ক্রিসেন জিমেন সংবাদ সস্মেলনে জানান, বেলা ১টা ২৪ মিনিট (স্থানীয় সময়) নাগাদ বন্দুকধারীর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

প্রাথমিক হামলার কারণ বা মোটিভ জানাতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।



 

Show all comments
  • jack ali ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:১০ পিএম says : 0
    Product of Democraycy ???????????????????????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ