মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যোগীরাজ্যের ইঙ্গিত বয়ে এল বাংলাতেও। এবছরের রামনবমীতে ইসলামপুরের হোডিং বদলে করা হল ঈশ্বরপুর!
বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির উদ্যোগে রামনবমী উপলক্ষে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে।
শুধু রামনবমী পালনই নয়, 'গোমাতা'র পুজো করা হয়। সঙ্গে লিখে দেওয়া হল গোরুর উপকারিতা।
শুধু রামনবমী পালনই নয়, 'গোমাতা'র পুজো করা হয়। সঙ্গে লিখে দেওয়া হল গোরুর উপকারিতা। তবে সবচেয়ে 'আশঙ্কাজনক' হল, রামনবমীতে ইসলামপুরকে ফের 'ঈশ্বরপুর' বলে উল্লেখ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই জন্য চাঁদাও তোলা হচ্ছে। আর তাতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিজেপিও।
উল্লেখ্য, এর আগেও বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত একটি স্কুলের বোর্ডে ইসলামপুরকে 'ঈশ্বরপুর' বলে উল্লেখ করা হয়েছিল। রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তাঁর কথায়, 'আমাদের ঠাকুরের হাতে ত্রিশূল থাকে। তাহলে ভক্তরা কেন নেবে না? মানুষ চাইলে কেন হবে না?'
প্রসঙ্গত, কোথাও কোনও অস্ত্র মিছিলের অনুমতি দেয়নি প্রশাসন। একইসঙ্গে ইসলামপুরকে 'ঈশ্বরপুর' বলে উল্লেখ করার জন্যও এলাকাবাসীদের আবেদন করেছেন দেবশ্রী চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।