Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববর্ষে বিভিন্ন অনুষ্ঠানে গাইবে নকশীকাঁথা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ১২:০৮ এএম

পহেলা বৈশাখ উপলক্ষে ব্যান্ডদল নকশীকাঁথা বিভিন্ন অনুষ্ঠানে গাইবে। আজ মানিকগঞ্জের বিজয়মেলা মাঠে এক কনসার্টে অংশ নেবে নকশীকাঁথা। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ কনসার্টে সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত গান গাইবে তারা। সন্ধ্যা সাতটায় ঢাকায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণের কনসার্টে গাইবেন নকশীকাঁথার ভোকাল সাজেদ ফাতেমী। এই অনুষ্ঠানে আরও গাইবেন শাহনাজ বেলী ও গানের দল জলের গান। রাত নয়টায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি বাশারের ব্যবস্থাপনায় নীহারিকা খেলার মাঠে এক কনসার্টে অংশ নেবে নকশীকাঁথা। এখানে আরও গাইবেন আশরাফ বাবু ও মেহরীন। বৈশাখের দ্বিতীয় দিনে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবি (কলেরা হাসপাতাল) প্রাঙ্গনে বেলা আড়াইটায় বৈশাখী কনসার্টে অংশ নেবে নকশীকাঁথা। আইসিডিডিআরবির স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই কনসার্ট আয়োজন করেছে। উল্লেখ্য, নকশীকাঁথা ব্যান্ড প্রতিষ্ঠার ১২ বছর পূর্ণ হয়েছে এ বছর ২৫ জানুয়ারি। দেশের বিভিন্ন অঞ্চলের লোকগান বিশে^র দরবারে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে ২০০৭ সালের ২৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নকশীকাঁথা। সেই থেকে দেশের প্রায় সব অঞ্চলের বহু লোক গান সংগ্রহ করে সেগুলো এ সময়ের উপযোগী করে মঞ্চ ও টেলিভিশনে পরিবেশন করছেন এই ব্যান্ডের সদস্যরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নববর্ষ

১৪ এপ্রিল, ২০২২
১৪ এপ্রিল, ২০২২
১৪ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ