Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিটকে গেলেন রামোস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ৬:৫১ পিএম

পেশির চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। এ কারণে সোমবার লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ এ তারকা।
বাঁ পায়ের পেশিতে প্রথম গ্রেডের চোটে ভুগছেন রামোস। ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রিয়াল অধিনায়কের চোট পাওয়ার খবরটি জানানো হয়। ৩৩ বছর বয়সী সেন্টার-ব্যাককে কতদিন বাইরে থাকতে হবে তা জানা যায়নি।

এই ধরণের চোটের জন্য সাধারণত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা লাগতে পারে। গত ৩১ মে ভিয়ারিয়ালের বিপক্ষে এমন চোটে ভুগতে হয়েছিল রিয়াল মাদ্রিদের আরেক তারকা খেলোয়াড় গ্যারেথ বেলকে।

স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের আশা আগেই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। লিগে দলটির পয়েন্ট ৩১ ম্যাচে ৬০। সমান ম্যাচে তাদের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। লা লিগা ছাড়াও মৌসুমের অন্য দুটি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল’রে থেকেও এরই মধ্যে ছিটকে গেছে জিনেদিন জিদানের দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ