Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বইমেলায় কুরআন উপহার দিলো সউদী আরব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

তিউনিশিয়ার আন্তর্জাতিক বইমেলায় নিজেদের প্যাভিলিয়নে হাজার হাজার কোরআন উপহার দিয়েছে সউদী আরব। রাজধানী তিউনিশে এই জনপ্রিয় বার্ষিক উৎসবে সউদী প্রদর্শন এলাকায় বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। দর্শকরা তাতে অংশ নিয়ে উৎসবে মেতে উঠেছেন। বিভিন্ন ভাষায় অনুবাদ করা কোরআন শরিফ বিতরণ করেছে বাদশাহ ফাহাদ কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুসলমানদের মাঝে কুরআন ছাপানো, বিতরণ ও শেখানোর কর্মসূচি নিয়েছে। তিউনিসের বইমেলায় শিশু কর্নারও ছিল আকর্ষণীয়। সেখানে গল্প বলার প্রতিযোগিতা হয়েছে। শিশুরা যাতে নিজেদের বিকাশ করতে পারে, সে জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য সউদী স্কলারশিপের কথাও প্রচার করা হয়েছে বইমেলায়। সউদী প্যাভিলিয়নে আসা দর্শকদের আরবের খেজুর ও কফি দিয়ে স্বাগত জানানো হয়েছে। তারা এ সময়ে সউদী প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করার সুযোগ পেয়েছেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ