প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা মৌসুমী এবার রমজান মাসের রেসিপি নিয়ে আসছেন। কুইক রেসিপি নামে একটি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি দর্শকদের সামনে রেসিপি তুলে ধরবেন। অনুষ্ঠানটির শূটিং হবে মালয়েশিয়ায়। মৌসুমী বলেন, রান্নার অনুষ্ঠান হলেও কুইক রেসিপির বিষয়বস্তু একটু ভিন্ন। মালয়েশিয়ায় যেসব বাঙালি থাকেন তাদের খাবারের রেসিপি কেমন স্বাদের হয়, ভিন্নতা কি থাকে তা এ অনুষ্ঠানে আমার মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন। এ ছাড়া আরো বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন নিয়ে থাকছে রান্নার এই বিশেষ অনুষ্ঠানটি। এর শূটিংয়ের কাজে কয়েকদিন পরই মালয়েশিয়া রওনা করবো। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করছেন আফতাব বিন তমিজ। পরিচালনা করবেন রিপন নাগ। অনুষ্ঠানের প্রযোজক আফতাব বিন তমিজ বলেন, ৩০ পর্বের এ অনুষ্ঠানের শূটিং হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গায়। ১৫ দিন শূটিং হবে এবং তা দর্শকরা বাংলাদেশের একুশে টিভি, এশিয়ান টিভি ও ডিবিসি নিউজে রমজানে দেখতে পাবেন। মৌসুমী খুব ভালো একজন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা। তাই কুইক রেসিপির জন্য তাকে নির্বাচন করেছি আমরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।