Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরজুড়ে বিশেষ সতর্কতা

হামলার আশঙ্কা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

শিগগিরই কাশ্মীরে আবারো বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ফলে গত বুধবার প্রশাসনের পক্ষ থেকে কাশ্মীরজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, এবার যে সূত্র থেকে এ হামলার তথ্য পাওয়া গেছে, তা অনেক বেশি বিশ্বাসযোগ্য। ফলে কাশ্মীরজুড়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন তারা। কারণ হামলার প্রকৃতি জানা গেলেও ঠিক কোথায় বা কোন স্থানে এই হামলা চালানো হতে পারে, তা জানা যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, আইইডি বোঝাই একটি সাদা রংয়ের স্করপিও গাড়ি আত্মঘাতী হামলা চালাতে পারে কাশ্মীরে। তাদের এ আশঙ্কার পর বুধবার কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। ওই নির্দেশিকায় বলা হয়, ভারতে চলমান নির্বাচনে ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এই নির্দেশিকায় পুলিশ কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তাদেরকে তল্লাশির গতি বাড়ানোরও নির্দেশ দেয়া হয়েছে। এমনকি সন্দেহজনক গাড়িটির নম্বরও তাদের দেয়া হয়েছে। বলা হয়েছে কুলগাম জেলার জেকে-৩ই-৩৪৩১ নম্বরের গাড়িটি ব্যবহার করে হামলা চালানো হতে পারে। কাশ্মীর কর্তৃপক্ষ জানায়, অনেকটা পুলওয়ামা ধাঁচের হলেও, এবার হামলাকারীদের প্রধান লক্ষ্য ভোটকেন্দ্রগুলো। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ