Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রেসিডেন্ট ভবন কোয়ার্টারে ছাত্রী ধর্ষিত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভারতে প্রেসিডেন্ট ভবনের চত্বরের ভেতর ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। দেশটির সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া এলাকায় ধর্ষণের অভিযোগ ওঠায় নিরাপত্তার গুরুত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। ওই ছাত্রীর অভিযোগ যে, তিনি প্রেসিডেন্ট ভবনের ভেতরে স্টাফ কোয়ার্টারে প্রেসিডেন্ট ভবনেরই এক কর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে পুলিশ। জানা গেছে, দিল্লির বাসিন্দা কলেজ পড়–য়া তরুণী মাস্টার্সের শিক্ষার্থী। মঙ্গলবার রাতে তাকে নিজের কোয়ার্টারে ডাকে প্রেসিডেন্ট ভবনের এক কর্মী নিশান্ত যাদব। সেখানেই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিশান্তের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে নিশান্ত। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ