নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিতেই চলেছে নবাগত বসুন্ধরা কিংস। দুর্দান্ত গতিতে ছুটে চলা দলটি লিগে এখনো অপরাজিত। বৃহস্পতিবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে নিজেদের একাদশ ম্যাচে বসুন্ধরা ৩-২ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ভিলিয়াস, কোষ্টারিকার মিডফিল্ডার কলিন্ড্রেস ও কিরগিজস্তানের মিডফিল্ডার বখতিয়ার দোশোভেকভ একটি গোল করেন। সাইফের পক্ষে কলম্বিয়ার ডিফেন্ডার ডি করদোভা ও স্থানীয় ডিফেন্ডার রিয়াদুল হোসেন রাফি একটি করে গোল করেন। এই জয়ে বসুন্ধরা ১১ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষেই অবস্থান করছে। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া সাইফ রয়েছে চতুর্থস্থানেই।
বসুন্ধরা-সাইফ ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে বসুন্ধরা কিংস। তবে শুরুতেই তারা গোল হজম করে। ম্যাচের মাত্র ৩ মিনিটে সাজ্জাদ হোসেনের যোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে সাইফকে এগিয়ে দেন ডি করডোভা (১-০)। পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া বসুন্ধরা একের পর এক আক্রমণ চালায় সাইফের রক্ষণদূর্গে। অবশেষে সাফল্য পায় তারা ম্যাচের ৩১ মিনিটে। এসময় মতিন মিয়ার পাসে গোল করেন ব্রাজিলিয়ান মার্কোস ভিলিয়াস (১-১)। বিরতির আগেই আরো দু’গোল আদায় করে নেয় বসুন্ধরা। ৪৩ মিনিটে কলিন্ড্রেস যে গোলটি করেন তার পেছনেও অবদান ছিল এই মার্কোসের (২-১)। প্রথমার্ধের ইনজুরি সময়ে বখতিয়ার দোশোভেকভের গোলে ব্যবধান আরো বড় করে নবাগতরা (৩-১)। তবে সাইফও ছেড়ে দিতে নারাজ। দ্বিতীয়ার্ধে তারা চড়াও হয় বসুন্ধরার রক্ষণভাগে। ৫৬ মিনিটে সাইফের অধিনায়ক জামাল ভুইয়ার পাসে বসুন্ধরার জাল কাঁপান রিয়াদুল হোসেন রাফি (৩-২)। তবে এ পর্যন্তই। বাকি সময় নিজেদের নিয়ন্ত্রণে ম্যাচ রেখে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা।
একই দিন ঢাকা ভেন্যুর খেলায় জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বাদশ ম্যাচে শেখ রাসেল ২-০ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। বিজয়ী দলের হয়ে মিডফিল্ডার সোহেল রানা ও নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদুইন একটি করে গোল করেন। এই জয়ে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানেই থাকলো শেখ রাসেল। সমান ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে নবমস্থানেই রইল রহমতগঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।