Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৩:৪৪ পিএম

নগরীতে একটি মাদরাসা থেকে হাবিবুর রহমান (১১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বায়েজিদ বোস্তামি থানার ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা ও হেফজখানা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান থানার ওসি আতাউর রহমান। তিনি বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। হাবিবুর রহমানের বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলায়। সে মাদরাসা ও হেফজখানার হেফজ বিভাগের শিক্ষার্থী।
ওসি বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে পর বোঝা যাবে, শিশুটি আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে। পুলিশ জানায় শিশুটি কয়েকদিন আগে মাদরাসা থেকে পালিয়ে গিয়েছিল। দুই দিন আগে সে আবার ফেরত আসে। থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ময়নাতদন্তের পর লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। এরপর অভিভাবকরা যদি মামলা করতে চান, তাহলে মামলা নেওয়া হবে। তা না হলে ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ