Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নিপীড়ক’ অধ্যক্ষকে আইনি সহায়তা, আ’লীগ নেতা বুলবুল বহিষ্কার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ২:৩৭ পিএম

নুসরাত জাহান রাফি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নিপীড়ক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে মামলা পরিচালনা করায় ফেনীর কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।


তিনি বৃহস্পতিবার সকালে জানান, কেন্দ্রের নির্দেশে বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবদুর রহমান বলেন, সিরাজউদ্দৌলাসহ অন্য আসামিদের আইন সহায়তা দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে কেন্দ্রের এ সিদ্ধান্তের আগেই বুধবার বুলবুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন গণমাধ্যমকে জানান, বুধবার উপজেলা কমিটি বসে অ্যাডভোকেট বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি তাকে (বুলবুলকে) জানিয়ে দেয়া হয়েছে।



 

Show all comments
  • MAHMUD ১১ এপ্রিল, ২০১৯, ৩:১৮ পিএম says : 0
    Very good decision. Request to all honorable lawyer of BANGLADESH, this is your innocent profession, so we hope no any lawyer will appoint for culprit principal.
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীপ শাহ ১১ এপ্রিল, ২০১৯, ৫:১২ পিএম says : 0
    স্বাধীনতা সংগ্রাম মহান নেতা দেশ জাতির রাজনীতির আদশ্য জাতির পিতার দেশে জাতির প্রতি সত্য ন্যায়নিষ্ঠতা সাধারণ মানুষের প্রতি ভালোবাসার যেই উন্নত চরিত্রের দর্শনশক্তি আদশ্য ধারণকারী নেতাদের এগিয়ে আসতে হবে। এখন পকৃত সময়। কারণ রাষ্ট্রের প্রধান বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ সন্তান। জ্ঞানে গুনে আদশ্যে চরিত্রে বিশাল রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। দক্ষিণ এশিয়ার দক্ষ নেতা। বিশ্বের প্রভাবশালী নেতা। উন্নয়ন শীল দেশের নেতা। তার দলের লক্ষ কোটি কর্মকর্তারা নেতাদের জন্য পরমতম সুভাগ্য আনন্দদায়ক মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মত নেতা পাওয়া। গত শত বসরে এবং শতাব্দীর পর শতাব্দীতে বাংলাদেশের মানুষ এই রকম নেতা পাবেন না। দলের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রয়োজনীয় চরিত্রবান আদশ্যবান নীতিপরায়ণ ত্যাগী নেতাদের দক্ষতা প্রমান করতে হবে। বঙ্গবন্ধুর আদশ্য। ঘটনায় পর বহিস্কার নয়। ঘটনা ঘটাবেন ঘটাতে পারেন এমন নেতাদের চিহ্নিত করে। সৎকাজের আদেশ দিতে হবে। না হয় পার্টির গঠনতন্ত্র মতে আজীবনের জন্য বহিস্কার।। এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার সময়। সালামান্তে বঙ্গবন্ধুর আদশ্যের অদম সৈনিক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বহিষ্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ