Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনের পশুর নদীতে কার্গোডুবি, ২ লাশ উদ্ধার

মংলা বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:২৯ পিএম

ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই একটি কার্গোডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- শ্রমিক শাহ আলম ও জুয়েল।

বৃহস্পতিবার সকাল পশুর নদীতে হারবারিয়া এলাকায় ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ফয়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা।

মৃত শাহ আলম ও জুয়েলের বাড়ি মোংলা। নিখোঁজ শ্রমিক হেমায়েতের সন্ধান চলছে বলে জানান মোংলা বন্দর কতৃপক্ষ হার্বার মাস্টার কমান্ডার মো. দুরুল হুদা।

তিনি জানান, মঙ্গলবার রাতে হঠাৎ প্রচণ্ড ঝড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে ‘এমডি হারদ্দা’ নামে ওই কার্গোটি ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনও নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে আজ সকাল ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ