Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে বংশাই ও লৌহজং নদীর পার দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান শুরু

মির্জাপুর ( টাঙ্গাইল ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ২:৪২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন বলেছেন,শীঘ্রই মির্জাপুরের বংশাই ও লৌহজং নদীর পার ঘেঁষে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদ করা হবে। ইতিমধ্যে অবৈধ দখলদারদের খসড়া তালিকা তৈরি করে ইতিমধ্যে যৌথ নদী রক্ষা কমিশনের কাছে পাঠানো হয়েছে।
বুধবার সকালে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনসভায় বক্তৃতাকালে সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন এ কথা জানান।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাবরেজিস্টার মুজাহারুল ইসলাম, গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভুমি ) মো. আজগর হোসেন বলেন, সরকার খাস ও ‘ক’ শ্রেণিভূক্ত অর্পিত সম্পত্তি রক্ষায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ায় ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে এসেছে। তিনি বলেন, ইতিমধ্যে এ উপজেলার অধিকাংশ খাস জমি ও ‘ক’ শ্রেণিভূক্ত ভূমি চিহ্নিত করে সীমান নির্ধারন করা হয়েছে।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরদিন থেকে নদী রক্ষায় কঠিন প্রদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে এসিল্যান্ড আজগর হোসেন বলেন, তারই ধারাবাহিকতায় স্থানীয় ভুমি অফিস মির্জাপুরের বংশাই ও লৌহজং নদীর পার অবৈধ দখলমুক্ত করতে যৌথ নদী রক্ষা কমিশনের সঙ্গে মিলে শীঘ্রাই অভিযান শুরু করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ