Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝড়ে লঞ্চ ও বার্জডুবি, নিখোঁজ ২

মংলায় ২ দিন বন্ধ থাকবে নৌযান চলাচল

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:০৩ পিএম

নৌ বাহিনীর অপারেশনাল মহড়ার জন্য বুধবার ও আগামী শুক্রবার এই দুইদিন মংলা বন্দর চ্যানেলে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন ও নির্গমন বন্ধ থাকবে।
এছাড়া এ চ্যানেল দিয়ে চলাচলকারী কার্গো, কোস্টার, ট্যাংকার ও ফিশিং ট্রলারসহ সকল ধরনের নৌযান চলাচলও সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মংলা বন্দরের জুলফিকার চ্যানেল ও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মংলা নালা, চেচাং গং, চুনকুড়ি খাল সংলগ্ন পশুর চ্যানেলে নৌ বাহিনীর অপারেশনাল মহড়া চলবে।
এছাড়া শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মংলা নালা, চেচাং গং, চুনকুড়ি খাল সংলগ্ন পশুর চ্যানেল ও বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জুলফিকার চ্যানেলে নৌ বাহিনীর অপারেশনাল মহড়া চলবে।
খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের পক্ষে ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কমান্ডার এম আরিফ হোসেন।
এ নৌ মহড়ার জন্য মংলা বন্দরের দিগরাজ নেভাল বার্থ হতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া পর্যন্ত বিভিন্ন স্থানে নোঙরকৃত কার্গো, কোস্টার, বার্জ, ফিশিং ট্রলারসহ অন্যান্য নৌযান অন্যত্র সরিয়ে নিয়ে চ্যানেল ফাঁকা রাখা হয়েছে।
এছাড়া বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সারিবদ্ধভাবে চ্যানেলে নোঙর অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর একেএম ফারুক হাসান। এ দুইদিনে বন্দরে নতুন কোনো বিদেশি জাহাজ প্রবেশ করতে পারবে না এবং বন্দর ত্যাগও করতে পারবে না।
এদিকে নৌবাহিনীর মহড়ার কারণে বন্দর চ্যানেলে নৌযান চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলে ডুবে যাওয়া লঞ্চ, বার্জ ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। মংলা নৌ বন্দরের সংশ্লিষ্ট শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান ও শ্রমিক-কর্মচারী নেতারা এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলে ২০/২৫ জন শ্রমিক ও কর্মচারী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। এছাড়া একই এলাকায় একটি বার্জ (নৌযান) ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।
লঞ্চ ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন মো. শাহালম (৪৫)। তিনি ডুবে যাওয়া লঞ্চটির ক্রেন অপারেটর। তবে বার্জডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ে চ্যানেলের বেসক্রিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের কারণে ওই এলাকায় অবস্থানরত পানামা পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি স্কোপোসের সাথে আকতার নামক একটি লঞ্চ ধাক্কা খায়। এতে লঞ্চটি ফেটে গিয়ে ডুবে যায়। এ সময় ৪/৫ জন শ্রমিক ও কর্মচারী সাঁতরে চ্যানেলের কূলে সুন্দরবনে উঠে আশ্রয় নেন। বাকিরা বিদেশি জাহাজটিতে উঠতে সক্ষম হন।
এদিকে, প্রায় একই সময় একই এলাকায় ঝড়ের কবলে পড়ে এমবি হারড্ডা নামক একটি বার্জ (নৌযান) ডুবির ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মংলা

২২ মে, ২০২০
৯ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ