Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনায় আহত আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৯:২৭ পিএম

স্পেনে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাকে অবশ্য ছেড়েও দেওয়া হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্প্যানিশ দ্বীপ মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন স্কালোনি। সেখানে বাইক চালানোর সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আঘাত পান। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হয়। তবে কিছুক্ষন পরই হাসপাতাল থেকে ছাড়া পান স্কালোনি। ঘটনাটি ঘটে পুয়ের্তো পোর্টালসে একটি স্কুলের কাছে।
গাড়িটির চালক জরুরি সেবায় ফোন দিলে স্কালোনিকে তাৎক্ষনিকভাবে পালমা ডি মায়োর্কা হাসপাতালে নেয়া হয়। তিনি মুখে আঘাত পেয়েছেন এবং শরীরের কিছু অংশ ছিলে গেছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি এখন দেশে ফেরার পথে রয়েছেন।’
দুর্ঘটনায় সবাই পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৪০ বছর বয়সী কোচ, ‘যত বার্তা পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাত্র কয়েকটা সেলাই পড়েছে এবং আমি বাড়ি ফিরে এসেছি। সবাইকে ধন্যবাদ।’
টুইটারে স্বস্তি প্রকাশ করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া, ‘কয়েক মিনিট আগেই আমি লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলেছি। সে ভালো আছে। মায়োরকায় সে একটা দুর্ঘটনায় পড়েছিল। আর ঈশ্বরকে ধন্যবাদ, সে ঠিকঠাক আছে।’
রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার দায়ে গত বছরের অগাস্টে চাকরি হারানো হোর্হে সাম্পাওলির রেখে যাওয়া চেয়ারে আপৎকালীণ হিসেবে বসেন স্কালোনি। পরবর্তীতে তাকে এ বছর ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকা পর্যন্ত স্থায়ীভাবে দলের দায়িত্ব দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ