মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রায়গঞ্জের প্রচার মঞ্চ থেকে সিপিএম, কংগ্রেস, বিজেপিকে এক সারিতে দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কংগ্রেস যে একক ভাবে এবার দিল্লিতে সরকার গঠন করতে পারবে না তা আবারও মনে করিয়ে দিয়েছেন তিনি।
পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে সরকার গঠনে এবার তৃণমূল কংগ্রেস বড় ভূমিকা পালন করবে। তাঁই এই প্রচারমঞ্চ থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন,
আগামীদিনে দিল্লিতে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস।
কংগ্রেসে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে বলেই গত পাঁচ বছরে দেশে বিজেপির এর বাড় বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
এদিনের মঞ্চে আবারও তিনি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেছেন।
রাজ্যের নাম বদলের সিদ্ধান্তও যে কেন্দ্রীয় সরকার জন্যই আটকে রয়েছে তা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
এর আগেও রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি। রাজ্যের একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে।
বাংলার মানুষকে রক্ষা করা তো দূরের কথা তাঁদের মধ্যে বিভেদ তৈরির চক্রান্ত করে চলেছে বিজেপি। গত পাঁচ বছরে বেকার সংখ্যা দুকোটি বেড়েছে।
বিজেপির সদ্য প্রকাশিত ইস্তেহার নিয়েও মোদিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। মমতা অভিযোগ করেছেন বিজেপি তাদের ইস্তেহারে যে সংকল্পের কথা বলেছে তা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। সূত্র:আজকাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।