Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ক্যামেরার সামনে আসার আগে মেকআপ ও ওয়্যাক্সিং করেন মোদি’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৫:৩৫ পিএম

ক্যামেরার সামনে আসার আগে মুখে মেকআপ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করেন ওয়্যাক্সিং। অভিযোগ কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর। মঙ্গলবার মিডিয়ার বিরুদ্ধেও তোপ দেগে তিনি বলেছেন, বিরোধীদের ক্যামেরার সামনে তেমন ভালো দেখায় না বলে, সবসময় মোদির মুখই দেখায় সংবাদমাধ্যম।

বেঙ্গালুরুর একটি নির্বাচনী জনসভায় গিয়ে কুমারস্বামী বলেন, বিজেপি নেতারা তাদের প্রার্থীদের জন্য ভোট চাইছেন না। তারা নরেন্দ্র মোদির মুখ দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ক্যামেরার সামনে আসার আগে নিজের মুখে গ্লো আনতে সকালবেলা মেকআপ ও ওয়্যাক্সিং সেরে নেন নরেন্দ্র মোদি। কিন্তু আমরা, সকালে উঠে মুখ ধুয়ে স্নান করেই বাইরে বেরিয়ে পড়ি। আমাদের মুখ ক্যামেরায় ভালো দেখায় না। সে জন্য আমাদের সংবাদমাধ্যমের বন্ধুরাও আমাদের মুখ দেখাতে চান না, তারা শুধু মোদির মুখ দেখান।’

কর্নাটকে মোদির অবদান নিয়েও এ দিন প্রশ্ন তোলেন কুমারস্বামী। কংগ্রেস ও জেডিএস-এর সরকারের স্থায়ীত্ব নিয়ে কোনও সংশয় বলে জানিয়ে তিনি বলেন, ‘চিন্তা করবেন না। আমার সরকার স্থায়ী। জনতার আশীর্বাদ আমাদের উপর আছে। লোকে যা বলছে বলতে দিন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ