Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পুলিশের এ এস আই নান্নু মিয়া গুলিবিদ্ধ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১১:৪৯ এএম

বগুড়ায় মাঝরাতে টহল দেওয়ার সময় দুর্বৃত্বদের গুলিতে আহত হয়েছে পুলিশের এএসআই নান্নু মিয়া। তিনি বগুড়ার শেরপুর থানায় কর্মরত আছেন।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানিয়েছেন , নান্নু মিয়া সোমবার রাত আনুমানিক ১২টায় শেরপুরের ভাবানীপুর এলাকায় পুলিশ সদস্যদের সাথে নিয়ে নিয়মিত টহলের সময় একদল সংঘবদ্ধ লোককে দেখেতে পেয়ে তাদেরকে চ্যালেঞ্জ করেন । চ্যালেঞ্জের পরপরই দুর্বৃত্বরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । এতে এএসআই নান্নু মিয়া হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । পুলিশের পাল্টা গুলিতে দুবৃত্তরা পালিয়ে যায় ।

আহত নান্নু মিয়াকে পুলিশ সদস্যরা উদ্ধার করে প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে । এখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় পাঠোনো হয়েছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিবিদ্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ