Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুদানে প্রেসিডেন্ট আল-বশিরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

সুদানের রাজধানী খার্তুমে সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী জরুরি অবস্থা জারি থাকা সত্তে¡ও প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বাসভবন পর্যন্ত পৌঁছে গেছেন। গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর শনিবারের এ বিক্ষোভ ছিল সরকার বিরোধী সবচেয়ে বড় মহড়া। এসময় বিক্ষোভকারীদের হাতে শোভা পাচ্ছিল সুদানের পতাকা ও প্রেসিডেন্ট বশিরকে পদত্যাগের আহŸান সম্বলিত প্ল্যাকার্ড। সুদানের প্রেসিডেন্ট প্রাসাদের সঙ্গেই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীগুলো সদরদপ্তর অবস্থিত। শনিবার বিক্ষোভকারীরা তিন দিক দিয়ে ওই এলাকা ঘিরে ফেলে। এসময় নিরাপত্তা বাহিনী টিয়ারগ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে আটক করেছে। সুদানের সাবেক স্বৈরশাসক জাফর নিমেরির বিরুদ্ধে ১৯৮৫ সালের গণঅভ্যুত্থান শুরুর বার্ষিকীতে শনিবারের ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভকে বর্তমান প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা। বশির ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গৃহণ করেছিলেন। গত তিন মাস ধরে চলা বিক্ষোভ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বশির দেশে জরুরি অবস্থা জারির পাশাপাশি কেন্দ্রীয় সরকার ভেঙে দিয়েছেন, বিভিন্ন রাজ্যের গভর্নরদের সরিয়ে দিয়ে নিরাপত্তা বাহিনীকে প্রশাসন চালানোর নির্দেশ দিয়েছেন এবং পুলিশের ক্ষমতা বাড়িয়ে অপ্রয়োজনীয় সমাবেশ নিষিদ্ধ করেছেন। কিন্তু এসব পদক্ষেপ উপেক্ষা করে জনতা রাস্তায় নেমে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ