Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরবোভাইরাস-এর নতুন ইপি অতঃপর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

রক ব্যান্ড আরবোভাইরাস আগামী ১৪ এপ্রিল নিয়ে আসছে তাদের বহু প্রতীক্ষিত এক্সটেন্ডেড প্লে (ইপি) ‘অতঃপর’। এই ইপি শুধুমাত্র শোনা যাবে জিপি মিউজিক অ্যাপে। ইপি’তে থাকছে ৪টি গান যার তিনটি শ্রোতারা উপভোগ করতে পারবেন ১৪ এপ্রিল থেকে। চতুর্থটি নিয়ে আসা হবে মে মাসে। অ্যালবামটিতে নতুন গানের পাশাপাশি এমন পুরনো গানও থাকবে যা ২০০৪ সালে তৈরি করা হয়েছিল। নতুন অ্যালবামের গানগুলোতে থাকবে আরবোভাইরাসের নিজস্ব স্বকীয়তার এক অনন্য পরিবেশনা যা শ্রোতাদের স্মৃতিকাতর করে তুলবে। অ্যালবামের সাথে বের হবে একটি মিউজিক ভিডিও, থাকবে কনসার্ট ও ফ্যানদের সাথে মিট অ্যান্ড গ্রিট সেশন। একইসাথে আসছে একটি রকুমেন্টারি, যাতে থাকবে আরবোভাইরাসের পথচলার না বলা গল্পগুলো, তাদের গান লেখার গল্প, অনুপ্রেরণা ও তাদের ভবিষ্যত পরিকল্পনাগুলো যা মাতিয়ে রাখবে অনুরাগীদের। কয়েকটি ছোট এপিসোডে রিলিজ হবে এই রকুমেন্টারিটি। মিউজিক ভিডিও ও রকুমেন্টারি প্রকাশিত হবে জিপি মিউজিক ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। আরবোভাইরাসের মতে, এই অ্যালবামটি শুনে শ্রোতারা পরিচিত হবেন আরবোভাইরাসের একটি নতুন রূপের সাথে। দলটির অ্যালবাম ৬৪এম ৫৩এস, মন্তব্য নিস্প্রয়োজন এবং বিশেষ দ্রষ্টব্যÑএর পর এটি তার চতুর্থ স্টুডিও সংকলন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ