প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পহেলা বৈশাখের বিশেষ ‘পরিবর্তন’-এ বৈশাখ’কে নিয়ে নতুন একটি গান গাইলেন সঙ্গীতশিল্পী কণা। আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় বিটিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’র জন্য গাওয়া গানটি বিটিভির প্রধান মিলনায়তনে ধারণ করা হয়। গানটির শিরোনাম ‘আইছে পহেলা বৈশাখ’। কণা বলেন, ‘এই গানটির মধ্যে নববর্ষের আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। গানটি আমার নিজের ভীষণ ভালো লেগেছে। আনজাম ভাইকে ধন্যবাদ, বিশেষ দিবসের পরিবর্তনে আমাকে গান গাওয়ার সুযোগ দেয়ায়। এটা অনেক বড় পাওয়া। কণা জানান, তার নতুন এই গানটি লিখেছেন শাওন এবং সুর সঙ্গীত করেছেন বিবেক মজুমদার। এদিকে পহেলা বৈশাখে প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা আকাশ সেন’র সুর সঙ্গীতে কণা ও আকাশ সেন’র ‘লাল শাড়ি পইড়া, লাল টিপ পইড়া, বেলী ফুলের মালাখানা দিবো খোপাতে’ গানটিও প্রকাশ পাবে। আগামী ১২ এপ্রিল মৌলভী বাজার, ১৩ থেকে ১৫ এপ্রিল ঢাকায় স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন কণা। এরমধ্যে কণা ‘বঙ্গমাতা গোল্ডকাপ’র থিম সং-এ কন্ঠ দিয়েছেন। শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমার প্রকাশিত ‘প্রেমের রাজা’ গানটিতে কন্ঠ দিয়েছেন কণা ও ইমরান। গত বছর কণা ও ইমরানের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান ছিলো ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো।’ ‘পরিবর্তন’র ৩৪ তম পর্ব আগামী ২১ এপ্রিল রাত দশটার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে। পরিবর্তন’ প্রযোজনায় আছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।