Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে এক দালাল আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৪:৩৫ পিএম

সাতক্ষীরা থেকে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে শহিদুল আলম নামের এক দালালকে আটক করেছে দুদক। সোমবার (৮ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। আটক শহিদুল আলম শহররে কাটিয়া রেজিষ্ট্রি অফিস পাড়া এলাকার মৃত বাশারত আলীর ছেলে। 

খুলনার দুর্ণীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তরুন কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দু’হাজার টাকা ছাড়া কোনো ব্যক্তি পাসপোর্ট করতে পারেন না, এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শহিদুল আলম নামের এক দালালকে আটক করা হয়। তবে, অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এরপর আটককৃতকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে দু’হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দালাল আটক

২৯ মে, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ