Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তার পাশে গলায় গামছা পেঁচানো যুবকের লাশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১১:৩১ এএম
নগরীর কোতোয়ালী থানার এলাকার বক্সিরহাট থেকে উৎপল (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে চাকরি করতেন।
 
রোববার দিনগত রাত ১টার দিকে সিএমপির কোতোয়ালী থানা বক্সিরহাট হাজী ম্যানশনের সামনে রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না পুলিশ।
 
সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহসীন খুনের খবরটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমিসহ গিয়ে লাশ উদ্ধার করেছি।
 
তিনি বলেন, উৎপল স্থানীয় দানু মিয়া সওদাগরের দোকানে স্বর্ণের কারিগর হিসেবে চাকরি করতেন। তবে কী কারণে খুন করা হয়েছে আর কারা করেছেন এখনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।
 
নিহতের দুই হাত ভাঙা ও বাম হাতে আঘাতের চিহৃ আছে। এ ছাড়া নিহত উৎপলের গলায় গামছা পেঁচানো ছিল বলেও জানান ওসি মহসীন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ