Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্মেলন ঘিরে আ.লীগের সাংগঠনিক সফর শিগগিরই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

২১তম জাতীয় সম্মেলন সফল করতে আগামী সপ্তাহ থেকে সাংগঠনিক সফরে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আট বিভাগে পৃথক আটটি টিমে ভাগ হয়ে একযোগে সারা দেশ চষে বেড়াবেন তারা।
এ সফরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে দ্ব›দ্ব মেটানো, নৌকার বিরোধিতাকারী দলীয় এমপি-মন্ত্রী ও নেতাদের তালিকা তৈরি করা, অক্টোবরে কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরের আগে জেলা-উপজেলার সম্মেলন সম্পন্ন করা এবং সরকারের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরবেন নেতারা। দু এক দিনের মধ্যে সফরসূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, আগামী সপ্তাহের যে কোন দিন থেকে আওয়ামী লীগের জেলা উপজেলায় সাংগঠনিক সফর শুরু হবে। দু এক দিনের মধ্যে সফরসূচি চূড়ান্ত করা হবে। গত শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকে সারা দেশে সাংগঠনিক কর্মকা জোরদার করার জন্য আটটি টিম গঠন করা হয়। দলের উপদেষ্টা পরিষদ, প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে এ টিম গঠন করা হবে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা টিমের মূল সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এ জন্য দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের একটি গাইড লাইন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সেই নির্দেশনা অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদকরা শনিবার থেকে ইতোমধ্যে কাজ শুরু করেছেন। শনিবার বিকালে দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে জেলা নেতাদের ফোন করে বর্তমান সাংগঠনিক অবস্থার বিস্তারিত জানাতে নির্দেশনা দেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক মাহবুবউল-আলম হানিফ।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, দলীয় সভানেত্রীর নির্দেশনা অনুযায়ী প্রথমে জেলায় জেলায় বর্ধিত সভা করব। এরপর মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা ও সাংগঠনিক ইউনিটগুলোতে দ্রুততম সময়ের মধ্যে সম্মেলন করা হবে। যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য অ্যাকশনে যাব। এ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন এমন এমপি-মন্ত্রী ও নেতার নাম শনাক্ত করে লিখিতভাবে আওয়ামী লীগ সভানেত্রীর কাছে রিপোর্ট করা হবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ