গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
লেখার শিরোনাম-ই বলে দিচ্ছে কোন বিষয়টি নিয়ে আজকের এই লেখা। এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার,ভিসি থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ জায়গাতেই নারীদের বেশ শক্ত অবস্থান। গতকাল ও দেশে প্রথমবারের মতো বিজিএমইএ পেয়েছে একজন নারী সভাপতি। ঠিক এমন সময় এসেও যখন এই নারীদের অধীকার নিয়ে এখনো প্রশ্ন থেকে যায় তখন সত্যিই তা খুব ই দুঃখ জনক।শহর- নগর, গ্রাম-গঞ্জ থেকে শুরু করে এমন কোন জায়গা নেই যেখানে নারীদের কে লাঞ্চিত করা হয় না। প্রতিদিন পেপার পত্রিকা খুললেই এর বাস্তব চিত্র আমরা বেশ ভালো ভাবেই দেখতে পারি।
এই নারীদের কে রাস্তা ঘাটে চলতে ফিরতে নানা রকম সমস্যার মধ্যে পরতে হয়। পাবলিক বাসে, মার্কেট এ প্রায়ই তাদের শারীরিক লাঞ্চনার শিকার হতে হয়। আর ঠিক এ কারণেই এর প্রতিবাদে কয়েকজন নারী "গা ঘেঁষে দাঁড়াবেন না" লেখা টি- শার্ট গাঁয়ে এক অভিনব প্রতিবাদের জন্ম দিয়েছেন। ব্যাস ওমনি শুরু হয়ে গেছে বেশ কিছু নিচু শ্রেণির মানুষের চুলকানি। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই এই চুলকানির রেশ বেশ চোখে পরছে। সব চেয়ে লজ্জার বিষয় হচ্ছে বেশীরভাগ যায়গাতেই ছবি গুলো চোখে পরছে তার বেশীর ভাগ লেখা গুলোই ইডিটেড। "গা ঘেঁষে দাঁড়াবেন না" লেখার জায়গায় ইডিট করে এমন সব আপত্তিকর কথা লিখে ছড়িয়ে দেয়া হয়েছে যা প্রচণ্ড অশ্লিল ও অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে। এতে বেশিরভাগ মানুষ ই প্রতিবাদী মেয়েগুলোকেই ভুল ভাবছেন। যে বা যারা এ হীন নোংরা কাজের সাথে জড়িত তাদের কে কেনো এখনো আইনের আওয়াত আনা হচ্ছে না তা আমার বোধগম্য নয়।
অনেকে মনে করছেন নিজেদের আলোচনায় আনার জন্যেই মেয়েগুলো এ ধরনের টিশার্ট গাঁয়ে দিয়েছেন। তর্কের খাতিরে যদি সেটা মেনেও নেই কিন্তু টিশার্টে লেখা গুলো কি একদম ভুল?
আচ্ছা একবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনার মা ,বোন যখন রাস্তায় চলাচল করে তখন কি এ মেয়েদের মতো তাদের ও অস্বস্তিতে পরতে হয় না? এই মেয়েগুলোর এই প্রতিবাদ জানানো কি খুব অন্যায়? আমরা এমন এক জাতি যে এ বোনদের সম্মান রক্ষার চেষ্টা না করে উল্টো তাদের কে নিয়েই হাসি তামাসায় মেতে উঠেছি। আমাদের লজ্জা হওয়া উচিত।
এই পুরুষশাসিত সমাজে নারীদের অবস্থান যে আমরা কোথায় নামিয়ে রেখেছি তা এই ছবিগুলোর কমেন্ট বক্সে গেলেই বেশ বোঝা যায়।
যে দেশে নিউজ পেপারে ধর্ষণের খবর বড় করে ছাপলে পেপার বেশি বিক্রি হয় সে দেশে এরকম টা হবে সেটাই স্বাভাবিক। কিন্তু আর কত? কবে আমাদের পরিবর্তন হবে? কবে নারীদের কে আমরা প্রাপ্য সম্মান টুকু দিতে পারবো?
ওরাও তো কারো মা, কারো বোন, কারো প্রিয়জন।
আসলে এই অসভ্য সমাজে এ ধরনের লেখা তোমাদের ঠিক হয়নি বোন। তোমাদের টি-শার্টে লেখা উচিত ছিলো " গা ঘেঁষে দাঁড়াবেন প্লিজ" ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।