Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ফিফা-এএফসিতে জয় কিরণের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৯:০৪ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ফের ফিফা ও এএফসির কমিটিতে নির্বাচিত হয়েছেন। শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিরণ ভোটের লড়াইয়ে জিতে নির্বাচিত হয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং নারী প্রতিনিধি হিসেবে জয় পেয়ে জায়গা পেয়েছেন এএফসির নির্বাহী কমিটিতে। কুয়ালালামপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরণের বিজয়ের কথা এই প্রতিবেদককে নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এ দুই পদে আগে নির্বাচিত হিসেবে ছিলেন মাহফুজা আক্তার কিরণ।

এশিয়া থেকে ফিফার কাউন্সিল মেম্বার হয়েছেন যারা তাদের তালিকায় আছেন- মাহফুজা আক্তার কিরণ (বাংলাদেশ), হে দু ঝাওচিয়া (চীন), প্রফুল প্যাটেল (ভারত), কো জো তাশিমা (জাপান), মারিয়ানো আরানেতা (ফিলিপাইন) ও সাউদ আজিজ আল মোহান্নাদি (কাতার)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ