Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পরিবহন চালককে কুপিয়ে হত্যা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৫:৪২ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় এক পরিবহন চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের সুরত আলীর ছেলে। তিনি ঠিকানা পরিবহন বাসের চালক ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহত চালক মাদকের সঙ্গে জড়িত ছিলো বলে ধারনা করা হচ্ছে। ফলে এই হত্যাকাণ্ডের পিছনে মাদকের বিষয় থাকতে পারে। এ ঘটনায় ইতিমধ্যে আমরা দুইজনকে চিহিৃত করতে পেরেছি। তাদের আটক করতে পারলে হত্যার কারণ উদঘাটন করা সম্ভব হবে।
এঘটনায় আশুলিয়ায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ