Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মান্তরের আগে মুসলমানদের হত্যা করতে চেয়েছিলেন এই মার্কিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৪:৪৩ পিএম

ইসলাম ধর্মকে চরম ঘৃণা করতেন প্রাক্তন মার্কিন মেরিন সেনা রিচার্ড ম্যাকিনে। তিনি মসজিদে হামলারও পরিকল্পনা করেছিলেন। কিন্তু মহান আল্লাহুর ইচ্ছায় তিনি নিজেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে এই ধর্ম গ্রহণ করে মুসলিমে পরিণত হয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক টিভি শো ‘দি সানডে প্রোজেক্টে’ দেয়া সাক্ষাতকারে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি। খবর নিউজ অস্ট্রেলিয়া।

অবসর প্রাপ্ত মেরিন সেনা রিচার্ড ম্যাকিনে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে কর্মরত ছিলেন। তিনি নৌ বাহিনীতে কর্মরত থাকার সময় যুক্তরাষ্ট্রের পক্ষে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে যতজন নিরীহ লোকজন হত্যা করেছেন তাদের সঠিক সংখ্যা জেনে ভীত হয়ে পড়েন। চাকরি থেকে অবসর নেয়ার পর তিনি ঘরে ফিরে আসেন এবং মদ সেবনের অভ্যাস পরিত্যাগ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালান। তখনও তিনি মুসলিমদের সম্পর্কে মনের গভীরে ঘৃণা পোষণ করতেন। তিনি স্মৃতি চারণ করে বলেন, একদিন তিনি তার স্ত্রীর সাথে হেঁটে যাচ্ছিলেন এবং একটি দোকানের সামনে কালো বোরকা পরিহিত দুজন নারী দেখতে পান। তিনি বলেন, ‘এ দৃশ্য দেখে আমি ঘৃণায় রাগান্বিত হয়ে পড়ি এবং বোরকা পরিহিত দুজন নারীর নাকে ঘুষি দিয়ে তাদের নাক ভেঙ্গে দিতে চেয়েছিলাম।’

যদিও তিনি তা করেন নি কিন্তু এর চাইতেও জঘন্য চিন্তা তার মনে খেলে যায়। তিনি ঘরে ফিরে একটি বোমা বানিয়ে তা ‘মুন্সি ইসলামিক সেন্টার’ এর সদর দরজার সামনে পুঁতে দিবেন বলে মনে মনে পরিকল্পনা করেন। বোমা পুঁতে তিনি নিরাপদ দূরত্বে অবস্থান করে মুসলিমদের মৃত্যু দেখবেন বলে ঠিক করেছিলেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে আমি অন্তত ২০০ জন মুসলিমকে হত্যা করবো বলে পরিকল্পনা করেছিলাম। ইসলাম সম্পর্কে আমার মনের তীব্র ঘৃণা আমাকে এ পথে ধাবিত করার জন্য উৎসাহ দিয়েছিল।’

কিন্তু এক পর্যায়ে রিচার্ড ম্যাকিনে মুসলিম সমাজকে আরো একটি সুযোগ দিতে চেয়েছিলেন। তিনি খোলা মনে স্থানীয় একটি ইসলামিক কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখান গিয়ে তিনি পবিত্র কোরআনের একটি কপি উপহার পান আর তা সাথে করে ঘরে নিয়ে আসেন। তা পড়ে তিনি মুগ্ধ হয়ে যান এর আট সপ্তাহ পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। একসময় মুসলিমদের যেই কেন্দ্রটি তিনি বোমা মেরে উড়িয়ে দিবেন বলে পরিকল্পনা করেছিলেন, আল্লাহুর ইচ্ছায় বর্তমানে সেই ইসলামিক কেন্দ্রটিরই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

দি সানডে প্রোজেক্ট কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘একদিন আমি নিজের ঘরে মুসলিমদের সম্পর্কে ঘৃণা মূলক কিছু আলোচনা করছিলাম আর অন্য ধর্মের প্রতি আমার পুষে রাখা ঘৃণা দেখে আমার কন্যা আমার দিকে খুবই বাজে ভাবে তাকিয়েছিল।’ তার কন্যার এমন আচরণই তার হৃদয়ের পরিবর্তনে সহায়তা করেছিল বলে তিনি জানান। তিনি জানান, তিনি নিজের অতীতে তার মধ্যে নিউজিল্যান্ডের মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসলিম হত্যাকারী ব্রেন্ডন টারান্ট কে দেখতে পেয়েছিলেন।

রিচার্ড ম্যাকিনে বলেন, ‘যে ব্যক্তি অপরাধ করার জন্য উদগ্রীব ছিল, যে ব্যক্তি নিরীহ মানুষদের হত্যা করতে উদ্যত হয়েছিল সে মূলত আমিই ছিলাম। ব্রেন্ডন টারান্ট এবং আমি আসলে একই ব্যক্তিই ছিলাম। যখন সে মসজিদের দরজায় কড়া নাড়ছিল তখন সে থামেনি এবং চিন্তা করে দেখেনি। আর যখন আমি ইসলামিক কেন্দ্রে যাই এবং হাসি মুখের সম্ভাষণ দেখতে পাই। তখন এটি আমার মনকে খুলে দিয়েছিল এবং আমি আসলে সত্য অনুধাবন করতে শুরু করেছিলাম।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ