Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে লাশ হলো ৭ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বেপোরোয়া গতি আর অসচেতনতায় সড়কে থামছে না লাশের পরিমাণ। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন আহত হয়েছেন প্রায় ১৫ জন । আহতের সংখ্যা আরো বাড়তে পারে। ময়মনসিংহে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও আরোহী নিহত হয়। এছাড়া খুলনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এক ঠিকাদারি ব্যবসায়ী গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় রাজীব আলী রাজু (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরের খানজাহান আলী থানার শিরোমনি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজু নগরীর আফিল গেট এলাকার বাসিন্দা। তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম জানান, মোটরসাইকেলে করে নগরীর আফিল গেট এলাকা থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন রাজু। পথে চিংড়িখালী বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক পোলবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের ভাংগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুন্নাফ (৫০) ও কারিবুল (৪৫)। জানা যায়, কুষ্টিয়া মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গাবটতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় পাখি ভ্যানচালক খন্দকবাড়ীর মৃত লালার পুত্র মুন্নাফ ও ভ্যান আরোহী নওয়াপাড়া গ্রামের দোলা মমল্লিকের পুত্র ও কলি কাউন্সিলরের ভাই কারিবুল ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চান্দিনা : কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যানের ধাক্কায় আবদুল আলিম (২৫) নামে অপর এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের হাসু মিয়ার ছেলে। আহতরা হলেন চান্দিনা উপজেলার সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বার উপজেলার আবদুল কাদেরের ছেলে মো. আবু হানিফ। চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিকুদ্দিন মুন্সি জানান, গতকাল শুক্রবার মহাসড়কের মাধাইয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একই দিক থেকে আসা অন্য আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই পথচারী আহত হন। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হচ্ছে।
পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় মুকিত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ওই উপজেলা পরিষদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুকিতের বাবার নাম মো. মশিউর রহিম।মুকিতের বাবা মো. মশিউর রহিম দেবীগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক। মুকিত দেবীগঞ্জ সদরে পরিবারসহ বসবাস করতো। আরিচা: মানিকগঞ্জের শিবালয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন এবং আহত হয়েছে কমপক্ষে ১৫জন যাত্রী। শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়াগামী রাবেয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যায় এবং গুরুতর আহত হয় বাসের ১৫জন যাত্রী। আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স এবং২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটায় কয়েকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে বিজয় রবিদাস (২২) নামে এক মেধাবী কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ চরশ্রীরামপুর এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। বিজয় রবিদাস মইলকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট এলাকার প্রয়াত রাজ কোকিল রবিদাসের ছেলে। বিজয় নেত্রকোনা সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। একইসঙ্গে সে গৌরীপুর সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেট কর্পোর‌্যালের দায়িত্বে ছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ