Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্ডান পিল শ্বেতাঙ্গ অভিনেতাকে কেন্দ্রীয় ভূমিকায় কাস্ট করবেন না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

প্রথম চলচ্চিত্র ‘গেট আউট’ দিয়েই সারা দুনিয়ায় নাম করে ফেলেছেন পরিচালক জর্ডান পিল। আর শেষ ফিল্ম ‘আস’ এখনও শীর্ষ তালিকায় অবস্থান করছে। দুটি ফিল্মই কৃষ্ণাঙ্গ শিল্পী নির্ভর। তিনি জানিয়েছেন তার চলচ্চিত্রে তিনি ‘সাদা মানুষদের’ কাস্ট করতে আগ্রহী নন। প্রথম ফিল্ম ‘গেট আউট’-এর মত ‘আস’ও ভিন্নধর্মী হরর। প্রথমটির মত এটিও ব্যাপক প্রশংসা পাচ্ছে। পিল মনে করেন তার সাফল্য সংখ্যালঘুদের জন্য সুযোগ সৃষ্টি করেছে। “আমি এমন এক অবস্থানে পৌঁছেছি যখন ইউনিভার্সালকে বলতে পারি, ‘আমি ২০ মিলিয়ন ডলার বাজেটে শুধু কৃষ্ণাঙ্গ পরিবারকে কেন্দ্রে রেখে একটি হরর ফিল্ম নির্মাণ করতে চাই’ আর তারও তাতে সায় দিয়েছে,” পিল এক জনসংযোগের সময় বলেন, তিনি একই সঙ্গে জানিয়েছেন, “তার মানে এই নয় যে আমি শ্বেতাঙ্গ অভিনয়শিল্পীদের পছন্দ করি না।” তিনি আরও বলেন, “আমার চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে একজন শ্বেতাঙ্গ অভিনেতা এমন আমি ভাবতে পারছি না। এমন নয় যে আমি শ্বেতাঙ্গদের পছন্দ করি না।” তিনি মনে করেন কৃষ্ণাঙ্গ পরিচালকদের সাফল্য এক ধরণের পুনর্জাগরণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনেতা

১০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ