প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় ১২ বছর আগে গাইতেন ‘প্লাই’ নামে গানের দলে। এরপর নিজের একক গানের ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন। ২০১৫ সালের শেষ দিকে নিজের গাওয়া ‘ইচ্ছে মানুষ’ গান দিয়ে পরিচিতি পান তিনি। এখন গান নিয়েই আছেন। তিনি সাজ্জাদ হোসেন শাওন। সঙ্গীতাঙ্গনে শাওন গানওয়ালা নামে যার পরিচিতি। এবার আসছে তার নতুন গান-ভিডিও ‘জায়গা দিও’। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন শাওন নিজেই। সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন। ঢাকা ও নারায়নগঞ্জের বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়ন করে মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন অভিনেতা ও পরিচালক রাশেদ মামুন অপু। মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন চিত্র নায়িকা অমৃতা খান ও অভিনেতা জামশেদ শামীম। এর আগে ৬টি একক, একটি ধারাবাহিক নাটক পরিচালনা করলেও এবারই প্রথম মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করলেন রাশেদ মামুন অপু। অপু জানান, এর আগে নাটক নির্মাণ করলেও কোন মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হয়নি। মনে হলো একটি মিউজিক্যাল ফিল্ম বানাই। গান -গল্প রেডি করে ধ্রæব দা’র সাথে বসি। তিনি গল্প শুনে রাজী হয়ে যান। এক ভিডিওতে পাওয়া যাবে তিন ধরনের স্বাদ। থাকছেন চলচ্চিত্র, নাটক ও গানের মানুষেরা। আশা করছি, ভালো লাগবে সবার। শাওন গানওয়ালা বলেন, এটি একটি সুন্দর গান। মিউজিক্যাল ফিল্মটিও দর্শকদের চোখের আরাম দেবে। গানটির সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর নান্দনিক ভিডিওটি। গানটি শুনতে বা দেখতে বসে নিরাশ হবেন না কেউ। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গতকাল তাদের ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ‘জায়গা দিও’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।