শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
সৈয়দা তৈফুন নাহারের কাব্যগ্রন্থ
কবি সৈয়দা তৈফুন নাহারের কাব্যগ্রন্থ অতঃপর তুমি মেঘ। তার নীল খাম কবিতায় মায়াবতী সময়কে অতিক্রম করতে গিয়ে সান্ধ্য ইচ্ছার বর্ণনা করেছেন। সবুজ ঘাস আর ভুঁই ক্ষেতে মিশে যাওয়ার সরল বাসনা ধূসর অতীতকে ভেজা মেঘের মতো রেশম বুকে আগলে রেখেছেন, যেমন করে রাতবিরাতের কৃষাণীবন রোদের ভীড়ে বাদামী পাতাকে আগলে রাখে। সর্বোপরি কাব্যগ্রন্থটির বিশেষ দিক ছিলো প্রাসঙ্গিক শব্দ চয়নের মাধ্যমে কবির সাথে কবিতার এবং কবিতার সাথে পাঠকের দূরত্ব কমানো। এক্ষেত্রে কবি পাঠকের অনুভবে অনুরিত হবেন কল্পনার বাহনে। কবি সৈয়দা তৈফুন নাহার ছদ্মবেশে বোবা কাগজের ভেতর আত্মার চিহ্ন এঁকেছেন। অমোঘ যন্ত্রণায় লক্ষ্যভেদী হবার বাসনায় খনন করেছেন বিরহবোধের নীল পরিখা যার গহীনে হিমশৈলের মতো সঞ্চিত সবুজ উপমা। ‘নোনা জলে পোড়া মন’ কবিতায় অচেনা পথের পাশে প্রিয় নদীর বাঁক আর মেঘেদের গায়ে শখের নীল শাড়ি সেই প্রয়াসের প্রতিরূপ। স্মতির বেড়াজাল, মনপাখি, পথিক পাঁচালী এবং হলুদাভ ভালোবাসা কবিতাগুলো পাঠ বিচারে একটা গাঁথুনির হলেও বিরহব্যপ্তির জীবনবোধ ও ভালোবাসায় অনন্য এবং একদমই অনন্য। প্রেম, বাস্তব জীবনবোধ, প্রকৃতি, সুখÑদুঃখ কল্পনার নান্দনিকতায় সবকিছুই তৈফুন নাহারের কবিতাকে সমৃদ্ধ করেছে। কাব্যের স্মৃতি বিহুলতা পাঠকের মানসপট লুট হয়েছে বিষের দহনে আবার শাল পিয়ালের ছায়া পেতে দহণকে আপন করেছে মমতার খামে। ‘অতঃপর তুমি মেঘ’Ñএ কবিতা রয়েছে একান্নটি। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন শ্যামল দাস। ঢাকার বাংলাবাজার থেকে চুষাট্রি পৃষ্টার বইটি প্রকাশ করেছে আজকাল প্রকাশন। প্রকাশকাল: ২০১৮, বাংলাবাজার, ঢাকা। বইটির মূল্য ১৮০ টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।