Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কবিতা

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম


আলী এরশাদ
কেয়ামত

মাঝরাতে নেমে এলো কবরের অন্ধকার
শান্তির শহরজুড়ে হায়! এ কি! নৃশংসতা।
অতর্কিত যমদূত দুয়ারে হাজির,
হঠাৎ! এমন কালো কেয়ামত দেখে
গলা ধরে কাঁদে মা আর সন্তান।
পশুদের বর্বর উল­াসে কেঁপে উঠে খোদার আরশ।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদে চাঁদ, তারা, জোনাকীর দল।
ফারুক, গোপাল আর জন-
হায়েনার থাবা থেকে পায়নি রেহাই কেউ।
ভাবীজান, পিসি মাগো করছে করছে তারা
পৈশাচিক কাজ। ঐ ঘটনার বর্ণনা সম্ভব নয়!
হার মানে মুসোলিনী, হিটলার, চেঙিস খাঁন।
বুলেটের শিলাবৃষ্টি কেড়ে নিলো সহস্র তরতাজা প্রাণ
কালো বুট থেতলে দিলো নিষ্পাপ মুখমÐল,
সকালের সূর্যরঙে লাল হলো শহরের রাস্তাগুলো।
দাদীজান, ঠাকমাগো তোমরা তো গ্রামে ছিলা,
লাগেনি লাগেনি তাই এতটা উত্তাপ।
সে রাতের কথা মনে হলে আজো
সজারুর কাটার মতন খাঁড়া হয়ে ওঠে শরীরের লোম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন