মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ছত্তিশগড়ে বিদ্রোহীগোষ্ঠী মাওবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের চার জওয়ানের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত দুই জওয়ান। বৃহস্পতিবার এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
পুলিশ বলছে, ছত্তিশগড়ের কানকার জেলার মাহলা গ্রামের কাছে গহীন জঙ্গলে মাও বিদ্রোহীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওই জঙ্গলে বিএসএফের ১১৪তম ব্যাটালিয়নের জওয়ানরা তল্লাশি অভিযান চালানোর সময় আক্রান্ত হন।
দেশটির সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বিএসএফের উপ-মহাপরিদর্শক সুন্দর রাজ পি বলেন, ওই ঘটনায় বিএসএফের চার সদস্য নিহত ও দুজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে মহাসমুন্দ ও রাজনন্দগাঁও আসনসহ কানকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।