Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঠালবাড়ীতে ফেরি থেকে পড়া যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:১৫ পিএম

মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে ফেরি থেকে পড়ে নিঁখোজ মেহেদী হাসান রকি (২২) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কাঁঠালবাড়ী ৩ নং ফেরি ঘাটের পল্টুনের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। বুধবার দিবাগত রাত ১১টার দিকে কাঁঠালবাড়ী ফেরি ঘাটে ফেরি থেকে পড়ে নিঁখোজ হন তিনি।

শিবচর ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল সাড়ে ৯টা থেকে ডুবুরী দল ফেরিঘাটের পদ্মা নদীতে অভিযান চালায়। ১০টার দিকে ফেরির পন্টুনের নিচ থেকে লাশটি উদ্ধার করেন তারা।

নিখোঁজ যুবক মাদারীপুরের ঘটক চর এলাকার মিজান হাওলাদারের ছেলে। তিনি তার খালা বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

শিবচর ফায়ার সার্ভিস কর্মকর্তা মুর্তোজা ফকির জানান, রাতে ফেরি থেকে পা পিছলে নদীতে পরে যায় যুবক মেহেদী হাসান রকি। সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ