বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে তিনটি শিপ ব্রেকিং প্রতিষ্ঠান ও চারটি ইট ভাটাকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল (বুধবার) শুনানি শেষে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সাত প্রতিষ্ঠানের মধ্যে সীতাকুণ্ডের সীকো স্টিলকে (শিপ ব্রেকিং) ১০ লাখ টাকা, এনআই ট্রেডার্সকে (শিপ ব্রেকিং) ৫ লাখ টাকা ও সাগরিকা শিপ ব্রেকিংকে এক লাখ টাকা এবং চাঁদপুরের হাইমচর এলাকার আবু তালেব ব্রিকসকে ২ লাখ টাকা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাপলা অটো ব্রিকসকে ১০ হাজার টাকা, কুমিল্লার চৌদ্দগ্রামের হুমায়ুন ব্রিকসকে ৪০ হাজার টাকা ও চাঁদপুরের ফরিদগরঞ্জর আয়শা ব্রিকস ম্যানুফেকচারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।