Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বে বায়ু দূষণে প্রথম বাংলাদেশ, শহর হিসেবে তৃতীয় ঢাকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ১০:০৯ এএম

বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক গাইডলাইনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এমনটা জানিয়েছে।

বায়ু দূষণে বাংলাদেশের পরেই রয়েছে দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশে পাকিস্তান ও ভারত।

গ্রিনপিসের বরাত দিয়ে আলজাজিরা জানায়, দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকায় ২০২০ সালে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার (পার্টিকুলেট ম্যাটার বা পিএম২.৫) মাত্রা ডব্লিউএইচও’র নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৫ গুণ বেশি ছিল।

তালিকার শীর্ষে থাকা দিল্লিতে ২০২০ সালে বাতাসে পিএম২.৫ এর মাত্রা ডব্লিউএইচও নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় ১৭ গুণ বেশি ছিল। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরে ছিল ১৬ গুণ বেশি।

ডব্লিউএইচও’র মতে, ঘরে-বাইরে বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মারা যায় ২০ লাখ মানুষ।

গত ২০০৫ সালের পর বায়ু-মান সংক্রান্ত গাইডলাইন আরও কড়াকড়ি করে সম্প্রতি নতুন গাইডলাইন প্রকাশ করেছে ডব্লিউএইচও।

এতে বাতাসে ভাসমান কণা পিএম১০ ও পিএম২.৫, ওজোন, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, কার্বন মনো-অক্সাইড ইত্যাদির বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, দূষণ কমাতে অবিলম্বে তৎপর না হলে শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সারের মতো রোগ আরও বিপজ্জনক আকার নিতে পারে।



 

Show all comments
  • নাজমুল ইসলাম রিপন ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩০ পিএম says : 0
    প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জিবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • নির্জন স্বাক্ষর ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩১ পিএম says : 0
    এইতো!!! তবুও নিন্দুকেরা বলবে বাংলাদেশ সবজায়গায় পিছিয়ে
    Total Reply(0) Reply
  • M Kawsar ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম says : 0
    এটাকেও উন্নয়নের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • Røbìñ Ràñà ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম says : 0
    আবশেষে সিঙ্গাপুর কে পিছনে ফেলে বাংলাদেশ প্রথম
    Total Reply(0) Reply
  • Md. Abdur Rahim ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৪ পিএম says : 0
    যাক এই দিক দিয়ে হলেও সেরাদের চেয়েও সেরা হতে পারলাম
    Total Reply(0) Reply
  • Mamun Shekh ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৭ পিএম says : 0
    জলবায়ু দূষণ একটি দেশের জন্য মারাত্মক ক্ষতিকর বাংলাদেশের মানুষের গড় আয়ু অনেক কমে গেছে দেশের প্রতিটি মানুষ গড়ে একাধিক বার বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হয়, দেশের মানুষ কি স্মুথ আবহাওয়ায় সুস্থ ভাবে বেচে থাকার অধিকার রাখে না? আমাদের এই ছোট্ট একটি দেশে ঘরে ঘরে নেতা পাওয়া যায় এরা দেশের জন্য কি করছে? দেশের জন্য এসব নেতা-ফেতার কি কি ভূমিকা আছে? ঢাকা শহরটা একটা যমের ঘরে পরিণত হয়েছে এখানে নিশ্বাস নিতে কষ্ট হয় পুরো দেশের কথা তো বাদই দিলাম! দেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি ধূলিকণায় মিশে গেছে দূর্নীতিবাজ,চোর,বাটপার আর দালাল অদূর ভবিষ্যতে খারাপের সকল ক্যাটাগরিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Mamun shekh ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৪:৩১ পিএম says : 0
    সাবাস
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবেশ দূষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ