মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর কয়েকদিন পর ভারতে লোকসভা নির্বাচন। দেশটির এই সাধারণ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিশ্রæতি দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল দেশটিতে বায়ুদূষণ রুখতে নানা পদক্ষেপ নেয়ার কথাও বলেছেন। যেমন কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে স্টেট অব গেøাবাল এয়ার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বেশি দেরি হয়ে গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে বায়ুদূষণের কারণে ভারতে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে স্টেট অব গেøাবাল এয়ার রিপোর্ট বলছে, ২০১৭ সালে ভারতে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে দূষিত বাতাসের কারণে। বিষাক্ত বাতাসের কারণে ২০১৫ সালে ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। ২০১৭ সালে মৃতের সংখ্যা ১ লাখ বেড়ে গেছে। বায়ুদূষণ ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্বের মধ্যে বায়ুদূষণে অতি বিপজ্জনক রাজধানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।