পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরাইশি বলেছেন, ১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর অধিকৃত কাশ্মীরে ভারতীয় আগ্রাসন অযৌক্তিক। বুধবার ইসলামাবাদের এক অনুষ্ঠানে তিনি বলেন, অধিকৃত ভূমিতে বসবাসকারী কাশ্মীরিরা ভারতীয় নৃশংসতা মেনে নেননি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তাদের ন্যায়সঙ্গত লড়াইয়ে পাকিস্তান সবসময় সহায়তা করে যাবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। সে ক্ষেত্রে জাতীয় ঐকমত্যে পৌঁছানো এখন সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরোধীদেরও আস্থায় আনতে পেরেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকার। তিনি বলেন, ২৮ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ শেষে প্রাদেশিক ও জাতীয় পরিষদের সংসদীয় নেতৃবৃন্দকে চিঠি দিয়ে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মধ্যে মতভেদ আছে। কিন্তু যখন পাকিস্তানের জাতীয় স্বার্থের প্রশ্ন তৈরি হয়, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ। পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে আলাপের কথাও জানিয়েছেন শাহ মেহমুদ কোরাইশি। তিনি বলেন, তারা আমাদের বিরোধী দল। কিন্তু তাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি ভারতীয় আধাসামরিক বাহিনীর ওপর এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় ৪৪ জওয়ান নিহত হন। এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।