Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

আতিফা-সুবাইতা চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৮:৩৯ পিএম

নিক্সমো টেক স্কোয়াশ টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৫ নারী বিভাগে শাহিন কলেজের আতিফা এবং অনূর্ধ্ব-১৭ বিভাগে চট্টগ্রাম ক্লাবের সুবাইতা চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার গুলশান ক্লাবে অনূর্ধ্ব-১৫ নারী বিভাগের ফাইনালে শাহিন কলেজের আতিফা ৩-১ সেটে একই কলেজের অর্পাকে হারিয়ে শিরোপা জিতে নেন। অনূর্ধ্ব-১৭ নারী বিভাগের ফাইনালে চট্টগ্রাম ক্লাবের সুবাইতা চমক দেখিয়ে সরাসরি ৩-০ সেটে শাহিন কলেজের ঐশিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। প্রিমিয়ার বিভাগের কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম ক্লাবের সাইদুল মিয়া ৩-০ সেটে আমেরিকান ক্লাবের রাজন কুমার রাজুকে, তাশিন গ্রুপের স্বপন পারভেজ ৩-২ সেটে গুলশান ক্লাবের সহিদকে এবং সেনাবাহিনীর সাদাত হোসেন ৩-০ সেটে একই দলের রনিদেব নাথকে হারিয়ে সেমিফাইনালে উঠেন। ‘এ’ বিভাগে নেভী ক্লাবের নুর মোহাম্মদ ও সেনাবাহিনীর তানভীর ফাইনালে উঠেছেন। ‘বি’ বিভাগে নেভী ক্লাবের কমোডর জামিল এবং গুলশান ক্লাবের ফায়াজ ফাইনালে উঠেন। উর্ধ্ব-৫৫ বিভাগে গুলশান ক্লাবের এরশাদ হোসেন ও বসুন্ধরা ক্লাবের বাবুল ঢালী এবং উর্ধ্ব-৪৫ বিভাগে বিএমআরএফের জাহাঙ্গীর হামিদ সোহেল জিতেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কোয়াশ

৯ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
২ সেপ্টেম্বর, ২০২২
১১ মার্চ, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ