Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্রুব গুহর গান নিয়ে মিউজিক্যাল শর্ট ফিল্মে মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

এবার মিউজিক্যাল শর্ট ফিল্মে অভিনয় করবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার সাথে আছেন চিত্রনায়ক রোশান। শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ধ্রæব গুহর নতুন গান ‘দাগা’ নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক্যাল শর্ট ফিল্মটি। এটি নির্মাণ করতে যাচ্ছেন পোড়ামন ২ ও দহন খ্যাত তরুণ পরিচালক রাফি রায়হান। এরইমধ্যে মাহি এবং ইয়াশ দুজনেই এই মিউজিক্যাল শর্ট ফিল্মটিতে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। গানটির কথা ও সুর প্রিন্স রুবেলের। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। এই মিউজিক্যাল শর্ট ফিল্মে কাজ করা প্রসঙ্গে মাহি বললেন,আমার কাছে এই প্রজেক্টটি একটু অন্যরকম লেগেছে। কারণ সবসময় চলচ্চিত্রেই কাজ করেছি। তার বাইরে গিয়ে নিজেকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে থেকেই কাজটি করতে যাচ্ছি। আর আমার এই এক্সপেরিমেন্ট প্রজেক্টের পরিচালক রায়হান রাফি হওয়াতে ভালো লাগছে। কারণ প্রত্যেক শিল্পীই চায় ভালো পরিচালকের সাথে কাজ করতে। সে হিসেবে রায়হান রাফির পরিচালনায় কাজ করতে যাওয়াটা ভালো লাগার মতোই। ইয়াশ যথেষ্ঠ ভালো একজন অভিনেতা। তার সাথে জুটি বেঁধে কাজ করাটা বেশ উপভোগ্য হবে বলে আশা করছি। আর ধ্রæব গুহ দাদার যে গানটি নিয়ে শর্ট ফিল্মটি নির্মিত হতে যাচ্ছে, সেই গানটি আমি শুনেছি। খুবই সুন্দর একটি গান। গানটির মতোই মিউজিক্যাল শর্ট ফিল্মটির গল্পও অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি, বেশ ভালো একটি কাজ হতে যাচ্ছে এটি। ধ্রæব গুহ বলেন, আমরা এখন গান শোনার পাশাপাশি মিউজিক ভিডিও দেখতেও পছন্দ করি। অনেক সময় দেখা যায় মিউজিক ভিডিওটিতে গল্প থাকে, অনেক সময় থাকে না। দাগা গানটি মূলত ফোক ধারার। গানের কথাগুলো নিয়ে সুন্দর একটা গল্প তৈরী হয়ে গেছে। সেই গল্পটাই দর্শকদের কাছে তুলে ধরা বা পৌঁছে দেওয়ার জন্যই একটু বড় পরিসরে ফিল্মের ক্যানভাসে নির্মাণ করা হচ্ছে শর্ট ফিল্মটি। একটা গানতো ৫/৬ মিনিটের। এই স্বল্প সময়ে একটি পূর্ণাঙ্গ ফিল্মতো দেখানো সম্ভব নয়। তাই ফিল্মের ক্যানভাসেই এই মিউজিক্যাল শর্ট ফিল্মটি নির্মাণ করা হবে। আশা করছি, শ্রোতা-দর্শকরা এটি পরিপূর্ণভাবেই উপভোগ করতে পারবেন। মিউজিক্যাল শর্ট ফিল্মটির শূটিং করতে যাচ্ছি সিলেটের সুনামগঞ্জের একটি হাওড়ে। গল্পের প্রয়োজনেই সেখানে শূটিং করা হবে। পাশাপাশি আরেকটা লক্ষ্য আছে আমাদের। তা হচ্ছে, আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা সবার সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ