Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমবাপ্পে হাজার গোল করতে পারবে : পেলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৮:০১ পিএম

ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপের খেলা ভালো লাগে ফুটবল কিংবদন্তী পেলের। বিভিন্ন সময়ে তা তিনি প্রকাশও করেছেন। এবার এমবাপেকে নিয়ে তিনি যে ভবিষ্যদ্বাণী করলেন তা থেকে প্রেরণা পেতে পারেন তরুণ পিএসজি তারকা। পেলের মতে, ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন এমবাপে।
৭৮ বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়েছেন, তিনি নিজেও সব মিলিয়ে হাজারখানেকেরও বেশি গোল করেছিলেন। এ পর্যন্ত এমবাপ্পে ১০৩টি গোল করেছেন যার মধ্যে ৯২টি শীর্ষ পর্যায়ে। এমবাপ্পের সাথে প্যারিসে একটি অনুষ্ঠানে সাক্ষাতের পর পেলে এই কথাগুলো বলেন। এসময় তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটা অবশ্যই সম্ভব। আমি ক্যারিয়ারে ১০২৫টি গোল করেছি। সে কারণেই তার পক্ষেও এটা করা সম্ভব।’
গত বছর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ৪-২ গোলের জয়ের ম্যাচে পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে গোলের কৃতিত্ব দেখান এমবাপ্পে। ২০ বছর বয়সী প্যারিস সেইন্ট-জার্মেইর ফরোয়ার্ড অবশ্য বলেছেন, ‘আমি মনে করি শহরের অলি গলিতে কিংবা প্লে স্টেশনেও যদিও আমি গোলের সংখ্যা গুনি তাহলেও এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা সম্ভব না। তবে এর যত কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টা সবসময়ই করবো। ক্যারিয়ারের এখনো অনেক লম্বা সময় বাকি। পুরো সময়টা নিজেকে ধরে রাখতে চাই।’
এবারের মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে এমবাপ্পে ৩২ গোল করেছেন এমবাপে। এর মধ্যে লিগ ওয়ানের ২৪ ম্যাচে করেছেন ২৭ গোল।
১৯৬২ সালে পেলে যখন ব্রাজিলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয় করেন তখন তার বয়স ছিল মাত্র ২১। আট বছর পর তিনি তৃতীয় শিরোপার দেখা পান। এমবাপ্পে বলেন, ‘ফুটবলে একজন ‘রাজা’ আছেন যিনি এখন এখানে। আমি শুধুমাত্র কিলিয়ান, ক্লাব ও জাতীয় দলকে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা আমি করে থাকি। এখানে তুলনার কিছু নেই। সে যা করেছে তা আমি কোনদিনই করতে পারবো না, এটা আমি বেশ ভালভাবেই জানি।’
এবারই প্রথমবারের মত পেলের সাথে এমবাপ্পের প্রতিভার তুলনা করা হয়নি। বিশ্বকাপের সময় দুর্দান্ত পারফরমেন্স করে ফ্রান্সকে বিশ্বকাপ জয়ে সহযোগিতা করার পরেও তাকে ভবিষ্যতের তারকা হিসেবে অনেকেই চিহ্নিত করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের হয়ে করেন চার গোল। তবে আধুনিক যুগে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দেখার বিষয়টি নিয়ে এখনই ভাবতে চাননা মোনাকোর সাবেক এই স্ট্রাইকার, ‘পেলে যখন খেলতেন তখন তিনি চিন্তা করেননি একদিন ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে দেখবেন। তিনি শুধুমাত্র ফুটবলকে উপভোগ করতে চেয়েছেন, দেশ ও ক্লাবের হয়ে সেরাটা দিতে চেয়েছেন। আমারও লক্ষ্য তাই। এখানে সেরা বলে কিছু নেই। যে দলের হয়ে যখন খেলবো নিজের পারফরমেন্স দিয়ে সেই দলকে সহযোগিতা করবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ