বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজবাড়ীর দৌলতপুরে ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে নৌকা ডুবিতে পাবনার তিনজন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে।
পদ্মা নদীতে পাথর বোঝাই নৌকা ডুবির ঘটনায় সাঁথিয়ার আমাইকোলা গ্রামের নিখোঁজ শ্রমিক ইসমাইলের লাশ উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার আগে ঘটনাস্থলের অদুরে পদ্মা নদীতে লাশ ভেসে উঠলে তার স্বজনেরা উদ্ধার করে। অপর দুই শ্রমিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাদের উদ্ধারে আত্মীয়-স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজবাড়ী এবং পাবনার প্রশাসন উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ডুবুরীদের ঘটনাস্থলে এনেছেন। নিখোঁজ অপর দুই শ্রমিক পাবনার সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের মৃত- শুরু খাঁ’র পুত্র নাসির (৪৫) একই গ্রামের মৃত- হাসমত আলীর একই উপজেলার আফড়া গ্রামের দেওয়ান খাঁ’র পুত্র খলিল খাঁ’র (৩৫) উদ্ধারে তাদেও স্বজন, স্থানীয় জেলেরাও অংশ নিয়েছেন।
নিখোঁজ শ্রমিক ও উদ্ধার হওয়া নৌকা ডুবিতে উদ্ধার করা মৃত ইসমাইলের বাড়ীতে চলছে শোকের মাতম।
জানা যায়, সাঁথিয়া উপজেলার আমাইকোলা গ্রামের মানিক বাবুর নৌকা নারায়ণগঞ্জ থেকে পাথর বোঝাই করে বেড়া আসছিল। রোববার বিকেলে রাজবাড়ীর দৌলতপুরের ধুলসুরায়া এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে পাথর বোঝাই নৌকাটি পদ্মা নদীতে ডুবে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।