Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ভেড়ামারায় গোয়ালঘরের আগুনে পুড়ে গৃহবধূ নিহত

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১১:০৮ এএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে সালেহা বেগম (৬৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম একই এলাকার আনসার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, গোয়ালঘরে গরুকে মশার হাত থেকে রক্ষা করতে কয়েল জাতীয় গবরের দইলি দিয়ে ধোঁয়া সৃষ্টি করেছিলেন আনসার আলী।

রাত ২টার দিকে দইলির আগুন খড়ে পড়ে গোয়ালঘরে লেগে যায়। এই আগুনে একে একে পুড়ে যায় গোয়ালঘর, ৩টি গরু, বসতবাড়ি, রান্নাঘর এবং বাড়ির আসবাবপত্র।

এ সময় ঘরের মালামাল উদ্ধার করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায় বাড়ির গৃহবধূ সালেহা বেগম।

প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ