Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতায় সম্মাননা পেলেন আনজাম মাসুদ ও পপি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

দ্বিতীয়বারের মতো আবারো আনজাম মাসুদ কলকাতা থেকে ‘প্রগতি বাংলা’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন উপস্থাপক আনজাম মাসুদ। একই সম্মাননায় ভূষিত হয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। কলকাতার গ্যালারি গোল্ড অডিটরিয়ামে গত ৩১ মার্চ সন্ধ্যায় আনজাম মাসুদ ও পপির হাতে ‘প্রগতী বাংলা সম্মাননা’ তুলে দেয়া হয়। কলকাতার কোন সংগঠন কর্র্র্তৃক এবারই প্রথম কোন সম্মাননায় ভূষিত হলেন পপি। আনজাম মাসুদ বলেন, ‘শুরুতেই আমার পরিবারের কথা স্মরণ করছি। আমার প্রতিটি কাজে পরিবারের ভীষণ সাপোর্ট ছিলো। আজ বাবা বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। আমার এই প্রাপ্তিতে মাও ভীষণ খুশি হয়েছেন। এটা সত্য যে, এই পুরস্কার প্রাপ্তিতে আমার কাজে আরো দায়িত্বশীল হতে অনুপ্রেরণা দিচ্ছে। উপস্থাপনায় আমার সাফল্যের জন্য স্বীকৃতি পাওয়াকে আমার দেশেরই অর্জন বলে আমি মনে করি। আমি কৃতজ্ঞ আমার দেশের সকল দর্শকের কাছে। আমি ভীষণ কৃতজ্ঞ আমার অনুষ্ঠানের সকল শিল্পীদের কাছে। কারণ তাদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের কারণেই দীর্ঘ প্রায় এক যুগ ধরে কাজ করে যেতে পারছি।’ সাদিকা পারভীন পপি বলেন, ‘যেকোন পুরস্কারই একজন মানুষকে অনেক অনেক অনপ্রেরণা যোগায়। আর দেশের বাইরে এসে স্বীকৃতি গ্রহণের বিষয়টা অনেক সম্মানের, অনেক ভালো লাগার। নিজের কাজের জন্য দেশের বাইরে থেকে এই স্বীকৃতি এটাই প্রমাণ করে যে একজন নায়িকা হিসেবে দেশের চলচ্চিত্রের জন্য সত্যিকার অর্থেই অবদান রাখতে পারছি। আমার পরিবার, আমার চলচ্চিত্র পরিবার, আমার সকল শ্রদ্ধেয় পরিচালক, প্রযোজক, সহশিল্পী, সাংবাদিক’সহ অন্যান্য প্রত্যেকের কাছেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সকলের চেষ্টা ও সহযোগিতাতেই আমি আজকের পপি হতে পেরেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপি

২৩ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ