নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নিক্সমো টেক স্কোয়াশ টুর্নামেন্টের ‘বি’ বিভাগের ফাইনালে উঠেছেন গুলশান ক্লাবের ফায়াজ। মঙ্গলবার গুলশান ক্লাবে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিতে তিনি সরাসরি ৩-০ সেটে অফিসার্স ক্লাবের বাবু লালকে হারিয়ে ফাইনালে উঠেন। প্রিমিয়ার বিভাগে তাশিন গ্রুপের স্বপন পারভেজ ৩-২ সেটে আর্মি ক্লাবের রনিদেব নাথকে, উত্তরা ক্লাবের সুমন ৩-০ সেটে আমেরিকান ক্লাবের রাজন কুমার রাজকে, চট্টগ্রাম ক্লাবের সাইফুল মিয়া সমান ব্যবধানে আর্মি ক্লাবের মাসুমকে এবং গুলশান ক্লাবের সহিদ ৩-০ সেটে আর্মি ক্লাবের সাদাতকে হারান। অনূর্ধ্ব-১৯ বিভাগে বিএএফএসের মির্জা রায়হানুর রহমান ২-০ সেটে এফসিসির মুশফিকুর রহমানকে এবং এফসিসি’র তাওসফ আহমদ সমান ব্যবধানে হারান বিএএফএসের ইমরান হোসাইনকে। অনূর্ধ্ব-১৭ বিভাগে গুলশান ক্লাবের শাফিন শারিয়ার ২-০ সেটে বিএএফএসের আবরার জাওয়াদকে এবং বিএএফএসের তানজিম ২-১ সেটে জেসিসি’র তানভীরকে হারান। অনূর্ধ্ব-১৫ বিভাগে এফসিসি’র তাহসির ২-০ সেটে জেসিসির মুনতাসিরকে এবং বিএএফএসের তাহারিম সরাসরি ২-০ সেটে হারায় এফসিসির ওয়াসিরকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।