Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিঁখোজের ২দিন পর মাঝির লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ৪:৩২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় নিঁখোজের ২দিন পর মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মাঝির নাম হচ্ছে মকবুল হোসেন(৪০)। আজ মঙ্গলবার(০২এপ্রিল) দুপুরে কালিন্দী ইউনিয়নের খাগাইলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আমিরুল ইসলাম জানান, লোক মারফত খবর পেয়ে আমরা দ্রুত খাগাইলঘাটে যাই। এসময় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় মাঝি মকবুল হোসেনরে লাশ উদ্ধার করি । নিহত মকবুল হোসেনর ভাই তার ভাইয়ের লাশ সনাক্ত করলে তাদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।নিহত মকবুল হোসেনের বাবার নাম মৃত বরজু মিয়া। সে রাজধানীর কামরাঙ্গীরচরের মাদ্রাসাঘাট এলাকায় স্বজনদের নিয়ে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লম্বাবাদ এলাকায়। উল্লেখ্য গত রবিবাবর(৩১মার্চ) সন্ধ্যা বেলা কালিন্দী ইউনিয়নের মাদারীপুরঘাট থেকে কয়েকজন যাত্রী নিয়ে কামরাঙ্গীরচরের সাইনবোর্ডঘাটে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে ওই নৌকার যাত্রী রীমা আক্তার(২৮) ও তার আড়াই বছরের শিশুপুত্রর করুন মৃত্যু হয়। এই ঘটনায় নৌকার মাঝি মকবুল হোসেন পানিতে ডুবে নিঁখোজ ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ