বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আশুলিয়ায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ ও স্ত্রীর লাশ ছিলো বিছানায় শোয়ানো। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার বিকালে আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকার নিজ বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-পিয়ার আলী(৪০) ও তার স্ত্রী বুলবুলী খাতুন(৩৪)। নিহত ওই দম্পতির ১৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ফতেপুর গ্রামে। পিয়ার আলী প্রবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
আশুলিয় থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে কুরগাঁও বটতলা এলাকার এই দম্পতির নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাদের মৃদদেহ উদ্ধার করা হয়। স্বামী পিয়ার আলীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে স্ত্রীর মরদেহ বিছানার উপর পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, স্ত্রী প্রথম আত্নহত্যা করতে পারে। পরে স্বামী ঢের পেয়ে স্ত্রীর মরদেহ নামিয়ে নিজে আত্নহত্যা করতে পারে। তবে ময়না তদন্তে প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্বহত্যা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত ধারনা পাওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।