বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ এনে থানায় একটি মামলা দাখিল করেছেন ছাত্রীর মা সেলিমা বেগম। ওই ছাত্রী হল- শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলির তরিকুল ইসলামের মেয়ে ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সোমবার বিকেলে তিনি বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দাখিল করেন। মামলার এজাহার সুত্রে জানা গেছে, শুক্রবার স্কুল ছুটি থাকায় তার নানা-নানীর বাড়ি বেড়াতে যায় ওই স্কুল ছাত্রী। শনিবার রাতে ওই ছাত্রী টয়লেটে যাবার পথেই তাকে অপহরণ করে মাইক্রোবাস যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর মামা রেজাউল করিম তার মা-বাবাকে অবগত করেন। এদিকে স্কুল ছাত্রীর মা সেলিমা বেগম জানায়, বিদ্যালয়ে যাওয়া আসার পথে প্রায় সময় আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল পৌর এলাকার বড় চকদৌলতপুরের বাবলু আলীর ছেলে বখাটে সজিব আলী (১৯)। পরে মেয়ে ঘটনার বিষয়ে আমাকে জানালে বখাটের পরিবারকে বিষয়টি অবগত করি। এতে আরো বেপরোয়া হয়ে উঠে বখাটে সজিব। এ ঘটনায় তিনি স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠ বিচার দাবি করেন। শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।